বিএনপির ১৩৪ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে এক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রমনা থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫০ জনসহ বিএনপির ১৩৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, রমনা থানার হোটেল মেরিনা ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। রমনা থানা এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ প্রেফতার অন্য ৫০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।


এছাড়া পল্লবীতে ১ জন, কাফরুলে ২ জন, ওয়ারীতে ১১ জন, ক্যান্টনমেন্টে ১ জন, খিলক্ষেতে ৪ জন, নিউমার্কেটে ১ জন, মোহাম্মদপুরে ১ জন, শেরেবাংলা নগরে ৫ জন, মিরপুরে ৭ জন, বনানীতে ১৩ জন, গুলশানে ৮ জন, ভাটারায় ৩ জন, চকবাজারে ৩ জন, লালবাগে ৫ জন, শ্যামপুরে ৫ জন, কদমতলীতে ৪ জন, উত্তরা পূর্বে ৩ জন, উত্তরা পশ্চিমে ১ জন, বিমানবন্দরে ১ জন, যাত্রাবাড়ীতে ৩ জন ও ডেমরা থানার মামলায় ২ জনকে কারাগারে পাঠানো হয়ছে।