এতিমখানার কোটি টাকা আত্মসাতে সমাজসেবা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

ফরিদপুর প্রতিনিধি:
সাতটি এতিমখানার এক কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এতিমখানাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদকের ফরিদপুর সমন্বিত জেলায় কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ফরিদপুর অফিসের উপ-পরিচালক রেজাউল করিম মামলার।
তিনি বলেন, মামলার আসামিরা হলেন- ফরিদুপুরের মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল আক্তার মোল্যা, খোদাবাজপুর মোমেজান নেচ্ছা মাদরাসা ও এতিমখানার সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শরীফ, ভ‚ষণা লক্ষণদিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সভাপতি মোতালেব হোসেন, ওই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার মোশারফ হোসেন, মাকড়াইল মাজেদা খাতুন এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার সভাপতি আবুল হাসান ও সাধারণ সম্পাদক রইচ মিয়া, ফায়জিয়া মুসলিম এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মধুখালী মহিলা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, গোন্দারদিয়া দারউস সালাম কওমি মাদরাসা ও এতিমখানা সাধারণ সম্পাদক আলম বিশ্বাস, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, ব্যাসদী লাল বানু অরফানেজের সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং কোষাধ্যক্ষ আলী আকবর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সাতটি এতিম খানার এক কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা আÍসাৎ করেছেন। যেখানে কল্লোল সাহা একজন সরকারি কর্মকর্তা হয়েও ভাতা সংক্রান্ত ভুল ও অসত্য তথ্য সরবরাহ করে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেনি বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।