ভিড় বাড়ছে পূজামণ্ডপে, সর্বোচ্চ সতর্কতায় র্যাব-পুলিশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
এসএম দেলোয়ার হোসেন:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ রোববার (২২ অক্টোবর)। এ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপূজা করতে মণ্ডপে ভিড় বাড়তে শুরু করেছে নানা বয়সের মানুষের। দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে প্রতিটি পূজামন্ডপ। উৎসব ঘিরে পূজামন্ডপ এলাকার আশপাশে নানান ধরনের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র মৌসুমী দোকানিরা। এসব দোকান ঘিরেও বাড়ছে মানুষের ভিড়। পূজামন্ডপ ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে র্যাব-পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। আজ রোববার (২২ অক্টোবর) রাজধানীর কয়েকটি পূজামন্ডপ ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্যচিত্র পাওয়া গেছে।
আজ রোববার দুপুরে সরেজমিন রমনার কালী মন্দিরে দেখা যায়, মন্দিরের প্রধান ফটক থেকে পূজা অর্চনার স্থান পর্যন্ত দর্শনার্থীদের ভিড়। দেবী দূর্গাকে অঞ্জলী দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সব বয়সের মানুষ।
আজ বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজা হবে। ১০৮ লাল পদ্ম উত্সর্গ করা হবে দুর্গার পায়ে। জ্বলে উঠবে ১০৮ প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এ পূজা করা হবে। এ সময় সাধারণত মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে উঠে মণ্ডপ এলাকা। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি, ঘণ্টা বাজানো হয়। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এ সন্ধিপূজা চলবে সন্ধ্যায়।
রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে স্ত্রী-সন্তানসহ মন্দিরে আসা শশাঙ্ক বিশ্বাস বলেন, পূজায় এবার আর গ্রামের বাড়িতে যাইনি। মাকে ঢাকায় এনেছি। প্রতিবার গ্রামের বাড়িতে যেয়ে পূজা উদযাপন করি। এবার একটু ভিন্ন। ঢাকায় ভালোই লাগছে। অনেক জাকজমক উদযাপন হয়।
আজিমপুর থেকে পূজামণ্ডপে আসা গীতা রানী পাল বলেন, ছেলে-মেয়েদের নিয়ে মণ্ডপে এসেছি। প্রতিদিন একটা-দুইটা মণ্ডপ ঘুরি। আজ রামনার এ মন্দিরে আসলাম। এখানকার পরিবেশ ভালো।
পূজা উদযাপন কেন্দ্র করে বাড়তি সাজসজ্জা করা হয়েছে মন্দির এলাকায়। এছাড়া মন্দিরে প্রবেশের দুপাশের রাস্তায় মিষ্টি, পিঠা, আঁচার, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে বেশ ভিড়ও দেখা গেছে।
বিক্রেতা শামীম বলেন, আমার বিক্রি ভালোই হচ্ছে। এ আইসক্রিম শুধু বিদেশে পাওয়া যেত, এখন আমাদের দেশে নতুন। ভারত থেকে এ মেশিন এনেছি। মাল্টা, আঙ্গুর, আপেলসহ কয়েক প্রকার ফল দিয়ে এ আইসক্রিম বানানো হয়। প্রতি কাপের দাম ৫০ টাকা। এজন্য ক্রেতারাও আমার দোকানে আইনক্রীম কিনতে ভিড় করছেন।
একই দৃশ্য দেখা গেছে, পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির, ঢাবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজামন্ডপ, জয়কালি মন্দির, আজিমপুর স্টাফ কোয়ার্টারের পূজামন্ডপসহ অর্ধশত পূজামন্ডপে মানুষের ভিড় ক্রমেই বেড়ে উঠছে।
ঈূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ বলছেন, সন্ধ্যার পর থেকেই পূজো দিতে আসা সব বয়সের মানুষের ভিড় বাড়ছে। দর্শনার্থীদের পূজামন্ডপে যাতাযাতের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজামন্ডপ ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকে র্যাব-পুলিশের একাধিক সন্দেহভাজনদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত রাজধানীর প্রতিটি পূজামন্ডপ ও মন্দির এলাকা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।