করোনাভাইরাসের সতর্কতা: সরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নোবেল করোনাভাইরাসের সতর্কতা হিসেবে সারাদেশের সরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে দেশের সকল বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে ভিডিও কনফারেন্স চলাকালে এ নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য কর্মকর্তা শেখ আক্কাস আলী জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখনও পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত দেশের আটটি বিভাগের সকল জেলাসদর ও মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হবে।
একই সঙ্গে আবুল কালাম আজাদ দেশের সকল স্থল ও নৌবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ সতর্ক ব্যবস্থা প্রহণেরও নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
জানা গেছে, গত কয়েকদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে স্ক্যানার মেশিন দিয়ে চীনসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।