প্রথমে ভোলা-পটুয়াখালী-বরগুনায় আঘাত হানতে পারে ‘হামুন’: বিভাগীয় কমিশনার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে। প্রথমে বরিশালের তিন জেলায় (ভোলা, পটুয়াখালী ও বরগুনা) আঘাত হানতে পারে। পরে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে বরিশাল সার্কিট হাউজে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তিনি এসব কথা জানান।
বিভাগের সব জেলা প্রশাসকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, যার জেলায় যা সরকারি বরাদ্দ আছে তা ভুক্তভোগীদের মধ্যে সময় মতো বিতরণ করতে হবে। এছাড়া চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় সব উপকরণ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বিভাগের সব জেলার পূজামণ্ডপকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হলো।
শওকত আলী আরও বলেন, সব জেলায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়া সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের সরকারি ছুটি বাতিল হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণকে রাত ৮টার মধ্যে যত দ্রুত সম্ভব আশ্রয়ণ কেন্দ্র সরিয়ে নিতে হবে। বরিশাল ও পটুয়াখালীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রস্তুত থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এছাড়া ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির জেলা প্রশাসকরা ভার্চুয়ালি বক্তব্য দেন। তারা দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছেন।