সাজ্জাদ হোসেন:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৩১ জন। শুক্রবার (২৭ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহের (১-৭ অক্টোবর) তুলনায় গত সপ্তাহে (২১-২৭ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা কমেছে ২৫ দশমিক ৫৮ শতাংশ। তবে মৃত্যু সংখ্যা কমেনি। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয় ১২ হাজার ৯৬১ জন। মৃত্যু হয় ৯১ জনের। অক্টোবরের প্রথম সপ্তাহে হাসপাতাতে ভর্তি হয় ১৭ হাজার ৪১৬ জন ও মৃত্যু হয় ৯০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন ৬ হাজার ৭৯৮ জন। ঢাকার বাইরে ৪ হাজার ৮৬৯ জন। ঢাকায় এক হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে দুই লাখ ৬৪ হাজার ৬২ জন।
গত এক দিনে মৃতদের পাঁচ জন ঢাকার এবং ছয় ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মৃত্যু হলো এক হাজার ৩১৭ জনের। মৃতদের মধ্যে ৭৯৮ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৫১৯ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৪২ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।
এ ছাড়া ঢাকা বিভাগে ১৪০ জন (মহানগর ব্যতীত), চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে মারা গেছেন একজন।