হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

সাইফুল ইসলাম:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করেন তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি  এ হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এই হরতালের ডাক দিয়ে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং যানবাহন চলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এ জন্য পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।