সাইফুল ইসলাম:
রাজধানীবাসীর অভিযোগ সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আজ বুধবার (১ নভেম্বর) নতুন এই সেবা চালু করা হয়। আজ দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগ শুনতে সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুটি মোবাইল নম্বরে (০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০) নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন। তবে কেবল বার্তা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ দিতে পারবেন। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।