গাজীপুরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে আগুন, পিকেটিংয়ের সময় আটক ২

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। আজ রবিবার ভোর ৬টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান, ‘ভোগড়া বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশন থেকে মীরেরবাজারের একটি কারখানার জন্য সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি।

এসময় অতর্কিত কয়েকজন দুর্বৃত্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি তবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকায় আজ রবিবার ভোরে অবরোধের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হয়।

এ সময় তাদের ধাওয়া করে সরকার দলীয় নেতা-কর্মীরা। সেখান থেকে কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়াার্ড ছাত্রদলের সহ-সভাপতি সজিব এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী স্বাধীনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।