লন্ডন থেকে মানুষকে উসকে দিচ্ছে, সাহস থাকলে দেশে আসুক: শামীম ওসমান

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘যারা লন্ডনে বসে কথা বলছে তারা সাহস থাকলে বাংলাদেশে আসুক। তারা লন্ডন থেকে কথা বলে মানুষকে উসকে দিচ্ছে। নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য নির্বাচন বর্জন করে একটা পাপেট সরকার আনা।’

আজ সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়।
শামীম ওসমান আরো বলেন, যারা ছেলেদের মিথ্যা আশ্বাস দিয়ে মাঠে নামিয়ে নাশকতা করাচ্ছে তাদের ভবিষ্যতে সাজা হবে। তখন কিন্তু এসব নেতারা থাকবেন না। তারা ইতোমধ্যে দল বদলানোর জন্য চেষ্টা করছে।

ক্ষমতাসীন দলের এই এমপি বলেন, ‘আমরা চাই না কোনো বাসে আগুন লাগুক। মানুষ চাইলে অবরোধ করবে। আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে।

২৮ তারিখ তো এক পুলিশ সদস্যকেই ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা কুপিয়ে হত্যা করল।’
শামীম ওসমান বলেন, ‘আমরা ধৈর্য্য ধরছি কারণ আমাদের ধৈর্য্য ধরতে বলা হয়েছে। আমি মনে করি নারায়ণগঞ্জকে যারা অশান্ত করতে চায় তাদের বলব এগুলো করবেন না। একটা মানুষের গাড়িতে যখন আগুন দিবেন তার যে হাহাকার সেটা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই হাহাকারের সামনে বাঁচবেন না।


সমাবেশে আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।