সেলিনা আক্তার:
বাজারে স্থিতিশীলতা আনতে চিনি আমদানিতে কাস্টমস শুল্ক অর্ধেক কমানো হয়েছে। কিন্তু এক সপ্তাহে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বরং খোলা চিনির দাম আরও বেড়েছে।
আজ বুধবার রাজধানী ঢাকার কয়েকটি খুচরা বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি প্যাকেটজাত ১৩৫ টাকা এবং খোলা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চিনির এই উচ্চ দামের রাশ টানতে এ বছর সরকার বেশ কয়েকবার শুল্ক ছাড়সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও শেষমেশ তেমন কোনো কাজ হয়নি।
এবার অপরিশোধিত চিনির আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতি টনে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া কাস্টমস শুল্ক আগে ছিল ৩০০০ টাকা আর অন্যান্য চিনির শুল্ক ছিল ৬০০০ টাকা। বর্তমানে চিনি আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট, ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক ও ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও প্রতিটন চিনিতে নির্দিষ্ট তিন হাজার টাকা কর দিতে হয়। সেটা কমিয়ে এবার ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। সব মিলিয়ে প্রতি কেজি চিনি ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত মোট কর আরোপিত হয় ৬০ শতাংশের ওপর, টাকার অংকে যা ৪০ থেকে ৪২ টাকা। এখন শুল্ক কমানোর পর আমদানি পর্যায়ে অপরিশোধিত ও পরিশোধিত চিনির সামগ্রিক আমদানি ব্যয় যথাক্রমে প্রতি টনে সাড়ে ৬ হাজার টাকা ও ৯ হাজার টাকা কমে যাওয়ার কথা।
এরপরও চিনির দাম কমার লক্ষণ নেই। বরং পাইকারি বাজারে চিনির দাম প্রতি মণে বেড়েছে ১৩০ টাকা বা ৩ শতাংশ।
খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি বাজারের প্রতি মণ চিনি (৩৭ দশমিক ৩২ কিলোগ্রাম) ৪ হাজার ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩ হাজার ৯৫০ টাকা। এদিকে খুচরা বাজারে এখনো পর্যাপ্ত চিনি পাওয়া যাচ্ছে। অনেক দোকানেই খোলা চিনি নেই। আবার কোথাও খোলা চিনি আছে প্যাকেট নেই।
পুরান ঢাকার লালবাগের নবাবগঞ্জ বাজারের মুদি দোকানি দুলাল মিয়া বলেন, পাইকারিতে চিনির দাম না কমানোয় আমরাও বাড়তি দামেই বিক্রি করছি। খোলা চিনি কেজিতে দেশি ১৬০ টাকা ও আমদানি করা সাদা চিনি ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের উৎপাদিত প্যাকেটজাত দেশি চিনি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। আজ বুধবার বিকেলে একই চিত্র দেখা গেল মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের হেড অফিস সংলগ্ন ফুটপাতে। বিক্রেতার কাছ থেকে এমন দাম শুনে অনেক ক্রেতাই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, আমদানির পরও দাম বাড়িয়ে বিক্রি করা সাধারণ মানুষের পকেট কাটার শামিল। বাজার তদারকি না করে, সরাসরি চিহ্নিতদের বড় ধরণের জরিমানা ও শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি।
মালিবাগ বাজারের গাজী স্টোরে খোলা চিনি ১৪০ টাকা কেজি আর প্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দোকানি এনামুলের কাছে শুল্ক ছাড়ের পরে দাম কেন বাড়ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন জায়গায় শুল্ক কমেছে? আমরা তো কিছু জানি না। আমরা চিনি পাচ্ছি না, এটাই জানি। আর দাম বাড়ছে বলে শুধু রেগুলার ক্রেতাদের জন্য চিনি রাখছি।
শুভ স্টোরের কালাম হোসেন বলেন, ১৩৫ টাকায় শুধু প্যাকেট চিনি বিক্রি করছি। এর চেয়ে বেশি দাম খোলা চিনির। তাই খোলা চিনি কেউ নিতে চায় না। বাজারে সংকট চলছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, চিনির খুচরা মূল্য এক মাস আগের তুলনায় ২ দশমিক ১৭ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ৪৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।