কামরাঙ্গীরচরে‌ রমজান হত্যায় পাঁচজন রিমান্ডে

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচরে‌ ‘পেট কাটা রমজান’ হত্যা মামলায় পাঁচজনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- গোলাম রাব্বী ওরফে মো. রাব্বী ওরফে টাইগার রাব্বী ওরফে সুটার রাব্বি (২৭), মো. আলী হোসেন (২৮), মো. সাগর ও তেল সাগর (২৬), মো. জুয়েল মাহমুদ ওরফে আপন(৩০), মো. রাজু আহমেদ শিপলু (৩৫)। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনের উপ-পুলিশ পরিদর্শক  ইসমাইল হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, নিহত রমজান ওরফে ‘পেট কাটা রমজান’ কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির ৭নম্বর গলির কাপড়ওয়ালা সোহরাব হোসেনের বাড়ির দ্বিতীয়তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রমজান চকবাজার থানার পোস্তায় চামড়ার ব্যবসা করতেন। গত ১৭ অক্টোবর রাত আড়াইটার দিকে রমজান বাসায় ফেরার জন্য পোস্তা হতে রওনা হয়। তার বাড়ির মেইন গেটের সামনে আসা মাত্রই অজ্ঞাতনামা আসামিরা পূর্বশত্রুতার জেরে তাকে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন কামরাঙ্গীরচর থানা পুলিশকে সংবাদ দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে রমজানের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ। এ ঘটনায় রমজানের ছোট ভাই একটি হত্যা দায়ের করেন।