সংলাপে বসতে রাজি আওয়ামী লীগ, কিন্তু কার সঙ্গে!

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি। কিন্তু কার সঙ্গে সংলাপ হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, তবে আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমরা সেটি পর্যালোচনা করি। যদি আমরা মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।

তিনি বলেন, সংলাপ করতে আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ করবো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং তাদের পরিপক্ক সরকার রয়েছে এবং ভারত যা বলে, তাতে বাংলাদেশের কোনো দ্বিমত নেই।

তিনি বলেন, আমরা খুবই স্বাধীন দেশ, আমাদের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনি যা বলতে চান তা বলতে পারেন। আমরা খুবই বাস্তববাদী একটি দেশ। ভালো পরামর্শ থাকলে আমরা সে অনুযায়ী সংশোধনের চেষ্টা করি।