নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা সৌদি প্রবাসীসহ ৩ জনকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সৌদি প্রবাসী আনোয়ার হোসেন (২৮), তার বোন জান্নাত আক্তার (৩২) ও বোন জামাই আবু তাহের (৪০)। আজ বুধবার (১৫ নভেম্বর ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।আহতের ভাই মাসুম জানান, প্রায় ৫ বছর সৌদি আরবে থাকার পর বিয়ে করার জন্য ছুটি নিয়ে আজ বুধবার ভোররাতে আমার ভাই বিমানবন্দরে এসে নামে। তাকে রিসিভ করার জন্য আমার বোন জামাই এবং বোন বিমানবন্দরে যান। সেখান থেকে বেরিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৬-৭ জন নেমে পরিচয় দেয় তারা গোয়েন্দা সংস্থার লোক। এরপর ধারালো অস্ত্র বের করে ছিনতাইকারীরা আমার ভাইয়ের সঙ্গে থাকা টাকা-পয়সা কী আছে তা জানতে চায় এবং তা তাদের দিয়ে দিতে বলে। এ সময় ছিনতাইকারীরা আমার ভাই, বোন ও বোন জামাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
মাসুম আরও বলেন, ছিনতাইকারীরা আমার সৌদি প্রবাসী ভাইয়ের কাছে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, ৩ ভরি স্বর্ণালংকার ও নতুন একটি মোবাইল নিয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আমার বোন জামাইরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে আমার ভাই ও বোনের চিকিৎসা চলছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালের দিকে তিনজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।