ভারতের প্রধানমন্ত্রী মোদির যে শব্দ মুছে ফেলেছে পার্লামেন্ট
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শব্দ মুছে ফেলেছে দেশটির পার্লামেন্ট।
মোদির মুখে উচ্চারিত ওই শব্দটি অসাংবিধানিক উল্লেখ করে সেটি বাদ দেয়া হয়েছে বলে পার্লামেন্ট সূত্রে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদের লোকসভা ও রাজ্যসভায় কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বক্তব্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও এনপিআর নিয়ে বিরোধীদের আক্রমণ করেন মোদি।
তিনি বলেন, জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) নিয়ে বিরোধীরা ‘ঝুট (মিথ্যা)’ প্রচার করছেন।
আর ওই বক্তব্যের ঝুট শব্দটি বিরোধীদের প্রতি আক্রমণাত্মক ও অসংসদীয় হওয়ায় তা মুছে ফেলার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
উল্লেখ্য, ভারতের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনো শব্দ মুছে ফেলার ইতিহাস এর আগেও ঘটেছে।
মোদির বেলায়ই এমন ঘটনা একাধিক বার ঘটেছে। ২০১৮ সালে কংগ্রেস দলীয় এমপি বিকে হরিপ্রসাদকে নিয়ে সংসদে আপত্তিকর মন্তব্য করেন মোদি। ওই এমপির নামের আদ্যাক্ষর নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি। তার সেই আপত্তিকর শব্দটি মুছে ফেলা হয়।
এর আগে ২০১৩ সালে রাজ্যসভায় সে সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মন্তব্য মুছে ফেলা হয়। সে সময় বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে চলা বিতর্কের কিছু মন্তব্য মুছে ফেলে পার্লামেন্ট।