ঢাকা-কক্সবাজার ট্রেনের নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

কক্সবাজার প্রতিনিধি:

ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হচ্ছে একজোড়া নতুন ট্রেন। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই ট্রেনের নামকরণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ট্রেনটি প্রথমদিন কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা যাবে। ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। চট্টগ্রামে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। ছেড়ে যাবে বিকাল ৪টায়। ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। আপাতত চট্টগ্রাম থেকেএ ট্রেনের টিকিট বিক্রি করা হবে না।

একইভাবে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। ভোর ৪টায় এ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকবে।