অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

সাইফুল ইসলাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষণার প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৫ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে।

তালহা বিন জসিম বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী। তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি।