নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরখান এলাকায় ২০১৮ সালে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১৬ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় জাকির নামে একজন খালাস পেয়েছেন। আজ সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত পৃথক দুই ধারায় তাদের কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেক আসামির ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিরা হলেন- সরকার রফিকুল ইসলাম মুকুল, আহসান হাবীব মোল্লা, রুস্তম আলী, শরীফুল আলম ওরফে সবুজ আলম, রায়হানুল বাসেদ ওরফে আব্দুল হাই, ইসতিয়াকুল বাছেদ, আনোয়ার হোসেন সরকার, আরিফ উদ্দিন এনামুল, মো. রুহুল আমিন, মজিবুর রহমান, মো. মোস্তফা, নাসিমুল ইসলাম নাসিম, শামীম, আসাদুল ইসলাম, সাব্বির সরকার ও ইসমাইল হোসেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উত্তরখান থানার স্নানঘাট তেরমুখ ঘাট ব্রিজের পাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হলে তাদের উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তখন উত্তরখান থানার দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার পরদিন উত্তরখান থানায় উপ-পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩০ জুন চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালীন ৬ জন সাক্ষী দিয়েছেন।