ঢাকা-৫: নৌকার হারুনুর রশীদ মুন্নাসহ বৈধ ১০, মনোনয়ন বাতিল ৯ জনের

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

আজ (৪ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলছে চতুর্থ দিনের যাচাই-বাছাই কার্যক্রম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন ২২ জন। যাচাই-বাছাই শেষে তাদের থেকে আওয়ামী লীগের হারুনুর রশীদ মুন্নাসহ ১০ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এই আসনে বাতিল করা হয় নয়জনের মনোনয়ন। আর বাকি তিন প্রার্থীকে প্রয়োজনীয় কাগজ জমা দিতে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।