কর আত্মসাতের মামলায় ডিএসসিসির রেভিনিউ সুপারভাইজার কারাগারে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
জালিয়াতি করে পৌর কর আত্মসাতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রেভিনিউ সুপারভাইজার উপল দে’কে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নীলকমল চক্রবর্তী। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর উপ-কর কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে থেকে জানা যায়, উপল দে রেভিনিউ সুপারভাইজার পদে ২০২১ সালের ৩১ আগস্ট নিয়োগপ্রাপ্ত হন। তিনি নগর ভবনের অঞ্চল-১, অতিরিক্ত দায়িত্ব অঞ্চল-৭, ওয়ার্ড নম্বর-৭৩ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রেভিনিউ সুপারভাইজার পদে কর্মরত থাকাকালে জানা যায়, ৪ ডিসেম্বর হোল্ডিং নম্বর-০৩, দক্ষিণগাঁও পশ্চিমপাড়া মালিক এস.এম. মঞ্জুর মোর্শেদ (দখলকার) অঞ্চল-০৭, ওয়ার্ড নম্বর ৭৩ এর নামে পৌর কর আদায় রশিদ বহি নম্বর-২১৫৮ এর রশিদ নম্বর- ২১৫৭০৫ মূলে ১২ লাখ ৪০ হাজার ৯৯২ টাকার রসিদ দেন।
এজাহারে আরও বলা হয়, আদায়কৃত টাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিলে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে জালিয়াতি করে আত্মসাৎ করেন। বিষয়টি ধামাচাপা দিতে একই রসিদের জাল কপিতে ভিন্ন একজন হোল্ডিং মালিক ৫/১২, দক্ষিণগাঁও ১/ক রোড, মালিক মো. আব্দুল মৃধার (দখলকার) নামে ১০৪ টাকার রসিদ পূরণ করে অফিসে সংরক্ষণ করেন। ওই এলাকায় হোল্ডিং ট্যাক্স যাচাই করতে গিয়ে ৪ ডিসেম্বর আত্মসাতের ঘটনাটি বেরিয়ে আসে।