প্রার্থিতা বাতিল হলে হাইকোর্টে যাব: হিরো আলম

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

জিতু আক্তার মিমঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। তিনি জাতীয় নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফেরত পেয়ে আবেদন করার পর হিরো আলম বলেন, এবার যে ছোট-খাটো ভুল হয়েছে, তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাব। কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলে, আপানারা জানেন, প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তা-ই করব।

উল্লেখ্য, রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। পরে মনোনয়ন বাতিল হওয়া নিয়ে হিরো আলম বলেন, উকিল ভুল করেছে। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হিরো আলমের প্রার্থিতা বাতিল নতুন কিছু নয়। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতো। বাতিল করেছে করুক। ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও আমার প্রার্থিতা ফিরেয়ে আনার চেষ্টা করবো। আমি নির্বাচন কমিশনে আপিল করবো। ওখানে না হলেও হাইকোর্টে যেয়ে প্রার্থিতা ফিরিয়ে আনবো। হিরো আলম ভোটে আছে, ভোটের ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েছিলেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। ওই সময় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপর চলতি বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। তারও আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।