গাজরের ফেসপ্যাক বাড়াবে ত্বকে উজ্জ্বলতা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

জিতু আক্তার মিমঃ
শীতকালীন সবজি গাজর। অন্যান্য খনিজ ও ভিটামিন সমৃদ্ধ সবজিটি শরীরের জন্য খুবই উপকারী। পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। প্রাকৃতিক ও সহজভাবে ত্বক উজ্জ্বল করার উপায় গাজরের ফেসপ্যাক। একটি মাত্র গাজর দিয়েই বানিয়ে ফেলা যায় কয়েকটি ফেসপ্যাক। গাজরের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে এবার তাহলে জেনে নেয়া যাকঃ
১. এক চামচ মধুর সঙ্গে হাফ কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২. দু’চামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।
৩. অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. হাফ কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬. এক চামচ ওটসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।