চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে মহানগরীর কালুরঘাটে পুড়েছে কাদের ট্রেডিং নামের একটি বেডিং কারখানা। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরীর ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নির্বাপণ হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে কারখানার বেডিং তৈরির উপকরণ ফাইবার এবং মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন নিউজ পোস্টকে বলেন, আজ শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে কালুরঘাট বিসিক শিল্প এলাকার কাদের ট্রেডিং নামের ওই কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালুরঘাট, বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুপুর ১২ টা ২৫ মিনিটে আগুন নির্বাপন সম্পন্ন হয়। মূলত কারখানাটি একটি বেডিংয়ের ফোম তৈরির কারখানা। আগুন মেশিনারিজ ও ফাইবার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।