যে কারনে বিমানবন্দরে গিয়েও দেশের বাইরে যেতে পারেননি মেজর হাফিজ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। তার লাগেজও উঠে যায় বিমানে। কিন্তু বিমানে উঠতে পারেননি হাফিজ। এয়ারপোর্টে থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) ইন্ডিয়ার ফোরর্টিস হাসপাতালে অপারেশনের তারিখ ছিল মেজর হাফিজের। তবে বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে।
কী কারণে বিদেশে যেতে দেওয়া হলো না–এ ব্যাপারে বিএনপি বা মেজর হাফিজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।