চাঁদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেনকে শোকজ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

চাঁদপুর (কচুয়া) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনের প্রার্থিতা বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
স্বাক্ষর জালিয়াতি, আর্থিক প্রলোভন ও ভয়-ভীতি দেখানোর অভিযোগের বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।


মঙ্গলবার (১২ ডিসেম্বর) চাঁদপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মাইনুল ইসলাম সাবেক বাণিজ্য সচিব গোলাম হোসেনকে শোকজ করেন।
নোটিশে অভিযোগকারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে আপনার দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের যে তালিকা জমা দিয়েছেন, সে তালিকায় অভিযোগকারীর অজ্ঞাতে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করেছেন।

‘এরপর গত ৭ ডিসেম্বর ৮/১০ জন লোক তার বাড়িতে এসে স্বাক্ষর করেছে মর্মে একখানা এফিডেভিটের কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে এতে স্বাক্ষর করার নির্দেশ প্রদান করেন। তিনি উক্ত কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করলে তারা তাকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখায়। তিনি তাতেও রাজি না হলে তাকে পরবর্তীতে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে।’

গোলাম হোসেনের এসব কার্যক্রমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, এমতাবস্থায় উপরোল্লিখিত বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা আগামী ১৯ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে নিম্নে স্বাক্ষরকারীর কার্যালয়, সিনিয়র সহকারী জজ আদালত, মতলব, চাঁদপুরে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হলো।

চাঁদপুর-১ আসনটি কচুয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন টেকেনি পাঁচজনের। বর্তমানে আসনটিতে প্রার্থী আছেন চারজন।