বাধ্যতামূলক অবসরে পাঠানো সেই এসপি আব্দুল্লাহেল বাকী মারা গেছেন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
২০২২ সালের ১৮ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার ফজরের নামাজের পর গ্রামের বাড়ি নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
মীর্জা আব্দুল্লাহেল বাকী ১৯৬৪ সালে নেত্রকোনার খালিয়াজুড়ি থানাধীন বল্লী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
২০২২ সালের ১৮ অক্টোবর বাকীকে অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। চার মাস বাকি থাকতেই অবসরে পাঠানো হয় তাকে।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা এসময় শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।
পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইজিপি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।