সেলিনা আক্তার:
পেঁয়াজকাণ্ডসহ অন্যান্য পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়া অন্য বিভাগীয় শহরসহ দেশের ২৯টি জেলায় এ অভিযান পরিচালিত হয়।
সারাদেশে ৪১টি টিম দ্বারা বাজার তদারকির মাধ্যমে ৯৩ প্রতিষ্ঠানকে চার লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।