মিরপুরে ১৫ ভরি সোনা চুরির মামলায় ৩ আসামি রিমান্ডে

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে একটি বাড়ি হতে ১৫ ভরি সোনা চুরির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার বেলায়েত সওদাগরের ছেলে মো. ছগির ওরফে রাজু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী থানার শাশী গ্রামের মো. শাহজাহানের ছেলে মাহাবুব বাড়ি ওরফে জাকির এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার লিসিয়ারা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. মোস্তফা। আজ শনিবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই রাতে মিরপুরে একটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পরে বাড়ির সিসিটিভি ফুটেজে চোরদের প্রবেশ করতে দেখা যায়। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালে গতকাল শুক্রবার আসামিদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ আসামিদের হেফাজত হতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে।