ট্রাফিক পুলিশকে স্টাম্প দিয়ে পিটিয়ে আহত

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় মো. মতিউর রহমান (৪৫) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িত কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক পুলিশের টিআই আতিকুল ইসলাম।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রাফিক পুলিশ সদস্য মতিউর রহমান মোহাম্মদপুরের বেড়িবাঁধে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক যুবক পেছন থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় সজোরে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে নিউরোসার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকের পরামর্শে বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। তবে কী কারণে ওই যুবক মতিউর রহমানকে মাথায় আঘাত করেছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশের টিআই আতিকুল ইসলাম।