বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। আজ রবিবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।

এর আগে শনিবার রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন র‌্যাব-৬-এর সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।
র‌্যাব খুলনা-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবির জানান, টাউন নওয়াপাড়া এলাকায় কিছু দুষ্কৃতকারী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকসহ অসাধু উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। র‌্যাব সদস্যেদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ১৩টি ককটেল, একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শ্যুটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করে।

ফিরোজ কবির আরো জানান, ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার আশঙ্কা ছিল বলে ধারণা করা হচ্ছে।
দুষ্কৃতকারীরা অস্ত্র-গোলাবারুদ সেখানে মজুদ করে রেখেছিল।