বর্ষবরণ পার্টিতে বন্ধুদের সঙ্গে মদপান শাহরুখ-পুত্র আরিয়ানের

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

 বিনোদনঃ

প্রমোদতরীতে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। অনেকেই দাবি করেছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এ নিয়ে যে পরিমাণ সমালোচনার মুখে তাকে ও তার পরিবারকে পড়তে হয়েছিল তা ভোলার নয়। এবার বর্ষবরণ পার্টিতে কি সেই একই ভুল করলেন আরিয়ান খান?সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরির পাশে দাঁড়িয়ে একের পর এক ‘শট’ খাচ্ছেন আরিয়ান। বন্ধুবান্ধবের সঙ্গে দেদার চলছে মদপান।

এর পরেই শাহরুখ ভক্তদের চিন্তিত প্রশ্ন, ‌‘শুধু কি মদপানই? নাকি অন্য মাদকও রয়েছে তার সঙ্গে?’ কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবার নাম ডোবাচ্ছেন আরিয়ান খান।

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আরিয়ান। খুব শিগগিরই পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হবে তার। ওয়েব সিরিজের নাম ‘স্টারডম’। ছবির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও কাহিনী লেখার দায়িত্বেও রয়েছেন তিনি। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য লালভানি। ছেলের প্রথম সিরিজের প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট।