ভোটদানের আহবান জানিয়ে ১১১টি সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
দেশের জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশনসহ ১১১টি নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্য সংগঠন এক যৌথ বিবৃতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল সংস্কৃতিকর্মী এবং দেশবাসীকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংবিধান প্রদত্ত ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ এবং ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের অন্যতম উপাদান হল জনমতের ভিত্তিতে রাষ্ট্রপরিচালনা করা এবং একমাত্র নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই তা সম্ভব। দেশের স্বাধীনতা, সংবিধান, অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র ও উন্নয়নবিরোধী উদ্দেশ্যপ্রণোদিত সকল অপপ্রচার ও ষড়যন্ত্রকে পরাভূত করার জন্য আগামী ৭ জানুয়ারি ২০২৪ প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।
‘ভোটকেন্দ্রে সবাই যাব, আমার ভোট আমি দেব, মুক্তিযুদ্ধের পক্ষে দেব’ প্রতিপাদ্য করে বিবৃতি দেন
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৭. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৮. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৯. বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ
১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১১. বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ
১২. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সংস্থা
১৩. ডিরেক্টরস গিল্ড
১৪. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
১৫. নাগরিক নাট্য সম্প্রদায়
১৬. থিয়েটার
১৭. ঢাকা থিয়েটার
১৮. নাট্যচক্র
১৯. ঢাকা পদাতিক
২০. মহাকাল নাট্য সম্প্রদায়
২১. নাট্যকেন্দ্র
২২. পদাতিক নাট্য সংসদ
২৩. দেশ নাটক
২৪. লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)
২৫. থিয়েটার
২৬. লোক নাট্যদল (বনানী)
২৭. নাগরিক নাট্যাঙ্গন
২৮. নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল
২৯. সুবচন
৩০. সময়
৩১. ইউনিভার্সেল থিয়েটার
৩২. থিয়েটার আর্ট ইউনিট
৩৩. প্রাঙ্গণে মোর
৩৪. শব্দ নাট্যচর্চা কেন্দ্র
৩৫. ঋষিজ শিল্পীগোষ্ঠী
৩৬. ক্রান্তি শিল্পীগোষ্ঠী
৩৭. বহ্নিশিখা
৩৮. সত্যেন সেন শিল্পীগোষ্ঠী
৩৯. স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র
৪০. ভিন্নধারা
৪১. পঞ্চভাস্কর
৪২. সুরতাল
৪৩. সুরসাগর ললিতকলা একাডেমি
৪৪. সমস্বর
৪৫. সুরেরধারা
৪৬. দৃষ্টি
৪৭. সংস্কৃতি মঞ্চ
৪৮. গণছায়া
৪৯. মিরপুর সাংস্কৃতিক একাডেমি
৫০. আওয়ামী শিল্পীগোষ্ঠী
৫১. বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী
৫২. পদাতিক সংগীত সংসদ
৫৩. রংধনু
৫৪. উঠোন
৫৫. সপ্তরেখা শিল্পীগোষ্ঠী
৫৬. উজান
৫৭. সুরবাণী
৫৮. জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট
৫৯. কণ্ঠশীলন
৬০. কথা আবৃত্তি চর্চা কেন্দ্র
৬১. স্বরশ্রুতি
৬২. মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র
৬৩. মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র
৬৪. বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি
৬৫. স্রোত
৬৬. বাকশিল্পাঙ্গন
৬৭. ঢাকা স্বরকল্পন
৬৮. মুক্তবাক
৬৯. বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ
৭০. বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমি
৭১. চারুকণ্ঠ আবৃত্তি একাডেমি
৭২. কিশোর থিয়েটার
৭৩. নিবেদন
৭৪. ধৃতি নর্তনালয়
৭৫. নৃত্যজন
৭৬. নৃত্যাক্ষ
৭৭. নটরাজ
৭৮. স্পন্দন
৭৯. দিব্য
৮০. ভোরের পাখি
৮১. নৃত্যকলা কেন্দ্র
৮২. স্বপ্নবিকাশ কলাকেন্দ্র
৮৩. ঢাকা থিয়েটার মঞ্চ
৮৪. মৈত্রী থিয়েটার
৮৫. উৎস নাট্যদল
৮৬. চন্দ্রকলা থিয়েটার
৮৭. খেয়ালী নাট্যগোষ্ঠী
৮৮. বাংলা নাট্যদল
৮৯. রঙ্গনা নাট্যগোষ্ঠী
৯০. নাট্যযোদ্ধা
৯১. রঙ্গপীঠ
৯২. নাট্যদল
৯৩. অনুস্বর
৯৪. সংলাপ গ্রুপ থিয়েটার
৯৫. মানস নাট্যাঙ্গন
৯৬. নাট্যদীপ
৯৭. সুষম নাট্য সম্প্রদায়
৯৮. গীতাঞ্জলি
৯৯. স্বরচিত্র
১০০. স্বরব্যঞ্জন
১০১. শব্দবৃত্তি
১০২. প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন
১০৩. সংবৃতা
১০৪. শ্রুতিঘর
১০৫. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১০৬. আঙিকাম
১০৭. মতিঝিল থিয়েটার
১০৮. আওয়ামী সাংস্কৃতিক ফোরাম
১০৯. নাটনন্দন
১১০. বৃত্ত নাট্যদল
১১১. বাংলাদেশ শিশু সংগঠন জোট।