খিলক্ষেতে অন্বেষণ স্কুল ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

সাইফুল ইসলাম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর খিলক্ষেতে অন্বেষণ স্কুল ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ জানুয়ারি) ভোট শুরুর আগে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’

গতকাল শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি, যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া গণপরিবহণ কম চলতে দেখা যায়।

এদিকে, হরতালের সমর্থনে কাউকে সড়কে দেখা যায়নি। প্রতিটি মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।