প্রার্থীর নাম জানে না এজেন্ট, দুই কেন্দ্রে ১১ জন আটক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি নাটোর:
নাটোর-৩ (সিংড়া) আসনে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীর নাম জানে না এমন লোকেরা এজেন্ট হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চককালিকাপুর স্কুল ও কলেজ এবং একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।এর মধ্যে ভুয়া এজেন্ট প্রমাণিত হওয়ায় একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সোনালী আঁশ, কুলা এবং ফুলের মালা প্রতীকের ৮ ভুয়া এজেন্টকে বুথ থেকে বের করে ভোটকেন্দ্রের ভেতরেই অন্য কক্ষে আটকে রাখেন প্রিজাইডিং অফিসার বিমল চন্দ্র মন্ডল এবং সোনাপুর কেন্দ্র থেকে ৩ জন ভুয়া এজেন্টকে বের করে দেন প্রিজাইডিং অফিসার ড. নুর মোহাম্মদ শেখ।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ড. নুর মোহাম্মদ শেখ বলেন, তয়জুল এবং আহম্মদ আলী নামে দুইজন এজেন্ট কুলা প্রতীকের হয়ে ভোটকেন্দ্রে অবস্থান করছেন আবার তাদের নাম নৌকার তালিকাতেও আছে। সেকারণে তাদের ৩ জনকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
অন্যদিকে একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বিমল চন্দ্র মন্ডল বলেন, সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাদেরকে বের করে দেওয়া হয়। তাদের সবার কাগজপত্র ঠিক ছিল। আটক করা হয়নি।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা খানম বলেন, সোনাপুর কেন্দ্র থেকে ৩জন ভুয়া এজেন্টকে বের করে দিয়েছেন সেখানকার প্রিজাইডিং অফিসার। কিন্তু একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ জন ভুয়া এজেন্ট ধরা পড়ার বিষয়ে জানা নেই। বিষয়টা জেনে আপনাদের জানাতে পারব।