ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার নতুন করে আরো ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১,০১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে বুধবার সেখানে ১৯৬ জনের মৃত্যু হয়েছিল।
ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির জানায়, এ পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১১৩তে পৌঁছেছে। গোটা বিশ্বের মধ্যে ইতালিতেই এখন করোনা ভাইরাসের বিস্তার সবচেয়ে বেশি। করোনা ঠেকাতে ইতালির উত্তরাঞ্চলকে অবরুদ্ধ করে রাখার পরেও এর বিস্তার ঠেকানো যায়নি। এমন পরিস্থিতিতে ৩ এপ্রিল পর্যন্ত ইতালিজুড়ে অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সব ধরনের ক্রীড়া আয়োজন স্থগিত করা হয়েছে। বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমাও।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। গেলো দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আল জাজিরা।