কুড়িগ্রাম প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী আব্দুল হাই পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট। সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ আছলাম হোসেন সওদাগর মনোনয়ন প্রত্যাহার করায় অনেকটা নির্ভার ছিলেন জাপা প্রার্থী মোস্তাফিজুর রহমান। শেষ মহুর্তে ঝলসে উঠে প্রতিদ্বন্ধীতা গড়ে তোলেন গোলাপফুল প্রতীকের প্রার্থী আব্দুল হাই। পরে টিকতে পারেননি জাপা প্রার্থীর কাছে। জাপার চেয়ে ২৬ হাজার ২৪৭ ভোট কম পেয়ে পরাজিত হন তিনি। আর এ বিজয়ে জাপার মোস্তাফিজুর রহমান ৫ম বারের মত সাংসদ নির্বাচিত হলেন।
উল্লেখ্য, জাপা, জাকেরপার্টির প্রার্থীসহ এ নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির নুর মোহাম্মদ (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মনিরুজ্জামান খান ভাষাণী (একতারা)।