রাজধানীতে মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতার মৃত্যু, স্বামীর মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাইফুল ইসলাম :
রাজধানীর মৌচাকে ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইটে পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাসের মৃত্যুর ঘটনায় তার স্বামী তরুণ বিশ্বাস রমনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তরুণ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীপান্বিতা শান্তিনগর এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় ওপর থেকে একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলের পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ইটটি কোথা থেকে পড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
প্রথমে মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।