ক্রীড়া ডেস্কঃ
ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। নেইমারের ক্যারিয়ারের শুরুর সময়ে সান্তোসের কোচ ছিলেন তিনি। সেই সময় নেইমারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাকরিও হারিয়েছিলেন দারিভাল। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর দারিভাল জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার কোনো সমস্যা নেই।
শুক্রবার (১২ জানুয়ারি) দরিভালকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এরপর দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান দারিভাল। নেইমার প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে এখন আমার কোন সমস্যা নেই।। তার সঙ্গেও আমার কোনো ঝামেলা নেই। আসলে সান্তোসে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সবার ধারনা ও প্রত্যাশার চেয়ে বেশি কিছু ছিল। অপ্রয়োজনীয়ও ছিল বটে। সান্তোসের বোর্ড সেই সিদ্ধান্ত নিয়েছিল (তাকে বরখাস্ত করা) এবং আমি তাদের সিদ্ধান্তকে এখনও সম্মান জানাই। এই আর কি। এটা নিয়ে কখনোই আমাদের কোনো ঝামেলা হয়নি।’
নেইমারকে ছাড়ায় খেলার অভ্যাস গড়ে তুলতে হবে মন্তব্য করে ব্রাজিলের নতুন এই কোচ আরও বলেন, ‘যেহেতু নেইমার এখন ইনজুরিতে আছে, তাকে ছাড়াই আমাদের খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তার কাছ থেকে আমাদের সেরাটা নিতে হবে।’