টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিরবো: এবাদত

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪

ক্রীড়া ডেস্কঃ 

দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন। লন্ডন থেকে অস্ত্রপাচারের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই টাইগার পেসার। কিছু দিন আগে ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছিল, জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়া যাবে না এবাদতকে। তবে তার আগের ফেরার কথা জানিয়েছেন এই পেসার।

শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এবাদত বলেন, ‘আমি তো আশা করি বিশ্বকাপের আগেই ফিরব, ইনশাআল্লাহ। যেভাবে যাচ্ছে খুব ভালো যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে, রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেন্থ ফিরে পাচ্ছি। সেন্ডফিডে কাজ করছি, স্ট্রেন্থ করছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।’

তিনি আরও বলেন, ‘তাড়াহুড়ো আমিও করছি না। আমি যে প্রসেস ফলো করছি, যেই প্রসেসে খুব ভালোভাবে এগোচ্ছি। গত পরশুদিন আমার দুই পায়ের মাপ নেওয়া হয়েছে, মাসলের। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এই জন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’