সাইফুল ইসলাম:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মো. এরশাদ হোসেন, মো. ইব্রাহিম, আব্দুল কুদ্দুস খাঁন, মো. মিজানুর রহমান, আল আমিন ও মো. আল আমিন মিয়া নামে চিহ্নিত ৬ মাদক কারবারিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের হেফাজত থেকে ৯ হাজার ২৫৯ পিস ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ২০০ টি ইনজেকশন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন- ২১-৪৪৭৫) জব্দ করেছেন ডিবি-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১৯টি মামলা রুজু করা হয়েছে। ওইসব মামলায় গতকাল শনিবার দুপুরের দিকে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের ডিসি মো. ফারুক হোসেন।