ICC U19 world cup: শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্কঃ
জানুয়ারি মাসের শীতের শুরুতে এখন পর্যন্ত ক্রীড়াজগতে খুব বেশ উত্তাপের দেখা মেলেনি। ২০২৪ সালে পুরো বছরেই ক্রিকেট-ফুটবলের ব্যস্ত সূচি থাকলেও, আপাতত তাতে জোর আসেনি। তবে, অপেক্ষার অবসান হচ্ছে শীঘ্রই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যেখানে অংশ নিতে এরইমাঝে বিশ্বকাপের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় হাজির বাংলাদেশ।
তবে কন্ডিশন আর ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির কথা ভেবে বাংলাদেশ মাঠে নামছে আজ থেকেই। দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে স্টুয়ার্ট ল শিষ্যরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অবশ্য একেবারেই অচেনা নয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই বাংলাদেশ ধরাশায়ী করেছিল শ্রীলঙ্কাকে। গ্রুপ পর্বের ম্যাচে লংকান যুবকদের হারিয়েই সেমিফাইনালে পা রেখেছিল যুব টাইগাররা। সেই ম্যাচে সেঞ্চুরিও পেয়েছিলেন আলোচিত ব্যাটার আশিকুর রহমান শিবলী।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ ছাড়াও এদিন মাঠে গড়াবে আরও তিন ম্যাচ। আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আফগানিস্তান মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আরেক ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচের সূচিতে বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জানুয়ারি। জুনিয়র টাইগাররা সেই ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর দুদিন পরেই ২০ তারিখ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।