দিল্লিতে ঘন কুয়াশায় ৮৪ ফ্লাইট বাতিল, দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্কঃ
দিল্লি এবং উত্তর ভারতের কিছু অংশে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (১৫ জানুয়ারি) উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে। সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি, যা এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা।
দুই সপ্তাহের শীতের বিরতির পরে আজ দিল্লির স্কুলগুলো খোলার কথা রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।
এদিকে অসহনীয় ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রাস্তায় লোকজনের পাশাপাশি গৃহহীনরা সরকার পরিচালিত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এর আগে শুক্রবার শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস।