নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে সংঘটিত হয়েছে। আগুনে দুটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গতকাল শনিবার দুপুরে সবুজ বাংলাকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, গতকাল শনিবার সকাল ৯টার দিকে পুরান ঢাকার চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে টাওয়ারের দুটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।