শৈত্যপ্রবাহের কারণে দিনাজপুরে দুই দিন স্কুল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

দিনাজপুর প্রতিনিধিঃ 

দিনাজপুরে চলমান শৈত্যপ্রবাহের কারণে দুই দিন স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা অফিস।জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় জেলার সব উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার (২৪ জানুয়ারি) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান  বলেন, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।