সরবরাহে অব্যবস্থাপনার কারণে বাজার স্বাভাবিক হচ্ছে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্বেও সরবরাহে অব্যবস্থাপনার কারণে বাজার স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ পরিস্থিতিতে বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি।মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, হস্তশিল্পকে চলতি বছরের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা হস্তশিল্পের পাশাপাশি অপ্রচলিত পণ্যের প্রসারের লক্ষ্যে ‘একটি গ্রাম-একটি পণ্য’ উদ্যোগ গ্রহণ করা হবে। যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এ ধরনের পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে সুযোগ সৃষ্টি হবে।

পণ্য আমদানিতে এলসি জটিলতা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্যেক্তারা এলসি খুলছে, তবে বিষয়টি মূলত নির্ভর করে ব্যাংক ও আমদানিকারকের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর।