জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় ব্রিজের ওপর একটি বাস উল্টে গেছে । এতে বাসের চালক ও তার সহযোগী তুরাগ নদে পড়ে গেছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাজার এলাকায় ব্রিজের উপর একটি যাত্রীবাহী বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যান। এছাড়া বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে বাসের চালক ও সহযোগীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ বাসটি রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১১ টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।