জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রায় তিন বছর পর কক্সবাজারের হিমছড়ি সৈকতের বালুচরে পুঁতে রাখা মৃত তিমির কঙ্কাল উত্তোলন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে থেকে সৈকতের বালু সরিয়ে তিমির কঙ্কাল উত্তোলন করা হয়।
সমুদ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসিবুল ইসলাম জানান, সংরক্ষণের জন্য এসব কঙ্কাল উত্তোলন করা হয়েছে। এ কঙ্কাল জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের প্রদর্শনের জন্যও রাখা হবে।
তিনি বলেন, হয়তো এক সময় তিমির অস্তিত্ব হারিয়ে যাবে। বিষয়টি মাথায় রেখে আগামীর জন্য বিশাল আকৃতির মৃত তিমির হাড়গুলো সংরক্ষণের জন্য উত্তোলন করা হয়েছে। তবে কি কারণে সমুদ্রে তিমির কিংবা জেলি ফিশসহ অন্যান্য মাছগুলোর মৃত্যু হচ্ছে সেটি নিয়ে গবেষণা চলছে। গবেষণা শেষ হলে মাছের মৃত্যুর কারণ হয়তো জানা যাবে।
২০২১ সালের ২১ এপ্রিল বিশাল আকৃতির একটি তিমির মৃত দেহ হিমছড়ি সৈকতে ভেসে আসে। পরে সৈকতের বালুচরে গর্ত খুঁড়ে মৃত তিমির দেহ পুঁতে ফেলা হয়। প্রাণীটির দৈর্ঘ্য ৪৬ ফুট ও প্রস্থ ১৬ ফুট ছিল। ওজন ছিল প্রায় ৯ মেট্রিক টন।
সমুদ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, পুঁতে ফেলা তিমির হাঁড় থেকে মাংস ঝরে গেছে। এখন কঙ্কাল সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেলে বালুর নিচ থেকে তিমির শরীরের অনেক হাড়গোড় সংগ্রহ করা হয়েছে। এটি কক্সবাজার সমুদ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নেওয়া হবে। সেখানে হাড় জোড়া দিয়ে পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করে ঢাকার জাতীয় জাদুঘরে প্রদর্শনের জন্য স্থানান্তর করা হবে।