রেলকে সামলাতে প্রস্তুত হচ্ছে রেলমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি :

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলকে সামলাতে প্রস্তুত হচ্ছি। মন্ত্রণালয়ে আমি এখনও নতুন। তবে, রেল নিয়ে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, তা আমি বাস্তবায়ন করব। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কালুরঘাট সেতুর সমীক্ষা শেষ হয়েছে। অর্থায়ন নিয়ে আলোচনা চলছে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) সঙ্গে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে সেতু নির্মাণ হবে।

রেল নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রেল ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন। দেশের সকল জেলাকে রেল-যোগাযোগের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। কৃষকদের ঘামে উৎপাদিত ফসল যেন ট্রেনের মাধ্যমে শহরে পৌছাতে পারে এবং প্রান্তিক কৃষক ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে কাজ করছি।

রেল সেবার মান বাড়াতে ৫ হাজারের বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। এ ছাড়াও, দেশের যে সব স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেগুলো সচল করার পরিকল্পনা রয়েছে।