নর্দান ইউনিভার্সিটির পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার জেলায় সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। ২০ থেকে ২২ জানুয়ারি তিন দিনব্যাপী চালানো হয় এ গণসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম।

এ প্রচারণার বিষয়বস্তু ছিল ‘পরিবেশগত নিরাপত্তা’ এবং ‘ইপিআই ভ্যাকসিনেশন’।নিরাপদ জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে নর্দান ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।এ বিভাগের শিক্ষার্থীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতা ব্যানার প্রদর্শন করে মানববন্ধন করে।