রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

সাইফুল ইসলাম:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি এবং সেবনের অভিযোগে চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি মো. মাজহারুল ইসলাম ওরফে সোহেলসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মোবাইল সেট জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে ৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৫৪.১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ২২০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২৪৭ বোতল ফেন্সিডিল, ৬৬.৫ লিটার দেশি মদ ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৫টি মামলা রুজু হয়েছে। ওই মামলায় গ্রেফতারদের আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের এডিসি কে. এন. রায় নিয়তি।